
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে দুই দেশের যৌথ নদী ব্যবস্থাপনা নিয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন, পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।
রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান। মন্ত্রী আরো বলেন, দিল্লিতে তিস্তা নিয়ে ভারতের সঙ্গে আলোচনা হয়েছে। তবে এই ইস্যুতে চীনের বিষয়ে কোনো কথা হয়নি।
এসময়, রোহিঙ্গা শরণার্থীদের প্রত্যাবাসনে ভারত সরকারের সহায়তা চাওয়া হয়েছে বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী। এছাড়া দুর্নীতির মাধ্যমে সম্পদ অর্জন করা কখনোই সমীচীন নয় এবং সরকার দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে রয়েছে বলেও জানান তিনি।
এসআর