fbpx
বাংলাদেশপ্রধানমন্ত্রী

দেশের কল্যানে কাজ করতে তরুণদের প্রতি প্রধানমন্ত্রীর আহবান

সমালোচনায় ভীত না হয়ে আত্মমর্যাদা ও আত্মবিশ্বাস নিয়ে দেশের কল্যানে কাজ করতে তরুণ প্রজন্মের প্রতি আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় তিনি বলেন, মেধাবী তরুণ প্রজন্মই গড়ে তুলবে ভবিষ্যতের স্মার্ট বাংলাদেশ।

সোমবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে উপবৃত্তি ও টিউশন ফি বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এছাড়া আগামীতে বিশ্বের বুকে নিজেদের মেলে ধরতে বিজ্ঞান,গবেষণা ও প্রযুক্তিজ্ঞানের উপর গুরুত্ব দেয়ার কথা বলেন প্রধানমন্ত্রী।

এর আগে সকালে ওসমানী স্মৃতি মিলনায়তনে এ বছরের মাধ্যমিক থেকে স্নাতক সমমান পর্যায়ের শিক্ষার্থীদের মাঝে উপবৃত্তি ও টিউশন ফি বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ বছর ৮ বিভাগ ও ঢাকা মহানগরী থেকে নির্বাচিত হয়েছে ১৫ জন করে মেধাবী শিক্ষার্থী। অনুষ্ঠানের শুরুতেই প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার গ্রহণ করেন নির্বাচিত শিক্ষার্থীরা।

এছাড়া উদ্ভাবনী ধারণার আরেক প্রতিযোগিতামূলক আয়োজন বঙ্গবন্ধু শেখ মুজিব স্কলার এওয়ার্ড, এ বছর এই পুরস্কার দেওয়া হয় দেশের আরও ১৫ মেধাবী শিক্ষার্থীকে।

এসআর

সংশ্লিষ্ট খবর

Back to top button