fbpx
সরকাররাজনীতি

‘বিএনপি ভারতবিদ্বেষী রাজনৈতিক তৎপরতা চালাচ্ছে’

বিএনপি বাংলাদেশে ভারত বর্জন ও ভারতবিদ্বেষী রাজনৈতিক তৎপরতা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

এছাড়াও, ভারতসহ অন্য রাষ্ট্রগুলোর সঙ্গে বিরাজমান অমীমাংসিত দ্বি-পাক্ষিক বিষয়গুলোর শান্তিপূর্ণ উপায়ে সমাধান হবে বলেও জানান তিনি।

সোমবার বিকেলে গণমাধ্যমকে পাঠানো এক বিবৃতিতে এসব কথা জানান তিনি।

বিবৃতিতে বলা হয়, প্রধানমন্ত্রীর ভারত সফর ছিল অত্যন্ত চমৎকার,ফলপ্রসূ ও আন্তরিকতাপূর্ণ। এ সফরে দুদেশের সম্পর্কের অগ্রগতি ও অর্জনগুলো স্পষ্টভাবে উঠে এসেছে। যেখানে ১০টি সমঝোতা স্মারক সই হয়েছে এবং ১৩টি সুনির্দিষ্ট ঘোষণা এসেছে।

তবে প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নিয়মমাফিক অপপ্রচার ও মিথ্যাচারের’ নিন্দা ও প্রতিবাদও জানানো হয় হয় বিবৃতিতে।

এসআর

সংশ্লিষ্ট খবর

Back to top button