fbpx
সরকার

পদ্মা সেতুর ঋণ পরিশোধের টাকা গ্রহণ করলেন প্রধানমন্ত্রী

পদ্মা সেতু নির্মাণে, সরকারের অর্থ বিভাগ ও সেতু কর্তৃপক্ষের মধ্যকার চুক্তি অনুযায়ী গৃহীত ঋণের সপ্তম ও অষ্টম কিস্তি হিসেবে ৩১৪ কোটি ৬৪ লাখ ৮৬ হাজার ৯৬৩ টাকার চেক প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ কিস্তিসহ সেতু বিভাগ এই পর্যন্ত সরকারকে মোট ১ হাজার ২৬২ কোটি ৬৬ লাখ ০৬ হাজার ৫৪৮ টাকা পরিশোধ করলো। বৃহস্পতিবার সকালে গণভবনে এক অনুষ্ঠানে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের প্রধানমন্ত্রীর কাছে পদ্মা সেতুর ঋণের সপ্তম ও অষ্টম কিস্তির ৩১৪ কোটি ৬৪ লাখ ৮৬ হাজার ৯৬৩ টাকার চেক হস্তান্তর করেন। বাংলাদেশ সরকারের নিজস্ব অর্থায়নে ৩২ হাজার ৬০৫ কোটি ৫২ লাখ টাকা ব্যয়ে নির্মিত হয়েছে পদ্মা সেতু।

 

বাংলা টিভি / বুলবুল

সংশ্লিষ্ট খবর

Back to top button