ভারত বিরোধীরা আবারও ভুল পথে হাঁটছে: কাদের
ভারত বিরোধিতার নামে আজকে যারা আন্দোলনের ইস্যু খোঁজার চেষ্টা করছে তারা আবারও ভুল পথে হাঁটছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শুক্রবার সকালে রাজধানীতে এক অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। এ ছাড়া আওয়ামী লীগ কারো দাসত্ব করে না বলেও জানান তিনি।
সকালে জাতীয় সংসদ ভবনের সামনে ঢাকা উত্তর সিটি করপোরেশন আয়োজিত সাইকেল র্যালি উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
এ সময় দেশের তরুণ সমাজকে আওয়ামী লীগে যোগদানের আহ্বান জানান ওবায়দুল কাদের। তিনি বলেন,বেকার তরুণদের কর্মসংস্থানে নির্বাচনী অঙ্গীকার পূরণ করবে আওয়ামী লীগ। ওবায়দুল কাদের বলেন,আন্দোলন সংগ্রামে জনগণের সাড়া না পেয়ে ভারত বিরোধিতার নামে আজকে যারা আন্দোলনের ইস্যু খোঁজার চেষ্টা করছে তারা আবারও ভুল পথে যাচ্ছে।
আওয়ামী লীগ সব সময় জনগণের কল্যাণে বিশ্বাস করে উল্লেখ করে, তাঁর দল কখনো বিদেশী শক্তির কাছে মাথা নত করে না বলেও জানান তিনি। কোন রাজনৈতিক দলের সাথে আওয়ামী লীগ কোনো পাল্টাপাল্টি কর্মসূচি দিচ্ছে না বলেও জানান এই আওয়ামী লীগ নেতা।
বাংলা টিভি / বুলবুল