fbpx
মধ্যপ্রাচ্যআন্তর্জাতিকবাংলাদেশ

হযরত আলীর মওলাইয়্যাতের অভিষেক উৎসব অনুষ্ঠিত

হযরত আলী আ. এর  তাৎপর্য বর্ণনা করতে গিয়ে আওলাদে রাসুল (দ.)  হযরত গাউছুল আযম বাবাভাণ্ডারী (কঃ) এর প্রপৌত্র, শাহ সুফি সৈয়দ সহিদ উদ্দিন আহমদ মাইজভাণ্ডারী (মা.) বলেন, ‘দয়াময় রাসুল (দঃ) বলেছেন,“আমি যার মাওলা (অবিভাবক) ,আলী তার মাওলা”।’

‘আলী যদি না থাকে হাসনাইন কারিমাইনই তো থাকবে না, আলীকে যদি ভালো না বাসে জান্নাতও থাকবে না। জান্নাতের সর্দার নবী মেয়ে মা ফাতেমাও আমাদের সঙ্গে থাকবেন না। মওলা আলীকে যদি সম্মান না করি তাহলে আমাদের সম্মানও থাকবে না।’

তিনি বলেন, ‘অনেকে নিজেদের আওলাদে রাসূল দাবি করেন কিন্তু হযরত আলীকে মানেন না, তাদের ঈমানের মধ্যে গলদ রয়েছে।’

এসময় তিনি মওলা আলীকে ভালোবাসতে ও তার জীবনধারায় উদ্ভূদ্ধ হবে এবং নবীর দরূদ পড়তে সকলের প্রতি আহ্বান জানান।

এমন দৃঢ় বিশেষন বা প্রেমময় উক্তির মধ্য দিয়েই স্বয়ং আল্লাহ হযরত আলীকে  মওলা আলী হিসেবে অভিষিক্ত করেন।’

শুক্রবার (২৮ জুন) রাজধানীর বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন মিলানায়তনে (বিএমএ) হযরত আলী (আ.) এর মওলাইয়্যাতের অভিষেক উৎসবের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

মওলাইয়্যাতের অভিষেক উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তিনি, তিনিই উৎসবের উদ্বোধন করেন।

অনুষ্ঠানে মাওলা ইমাম আলী (আ.) ও পবিত্র আহলে বায়ত (আ)’র গুরুত্ব, তাৎপর্য এবং তাঁর জীবনযাপনের নানা গুণাবলী ও   তুলে ধরেন সেখান উপস্থিত বক্তারা।

আন্জুমানে মুহিব্বীনে আহলে বায়ত (আ.) বাংলাদেশ, এর আয়োজনে  অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, বিশেষ অতিথি  চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র ও সাবেক এমপি আলহাজ্ব মাহমুদুল ইসলাম চৌধুরী, পীর তরিক্বত সৈয়দ শাহ মোস্তফা হাসান কাদরী আবুল উলায়ী (মা:), ঢাকা বিশ্ব বিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রফেসর ড. গোলাম গাউস কাদেরী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাহে ভান্ডার সিলসিলার গ্রান্ড শায়েখ ও চট্টগ্রাম দরবার শরিফের সাজ্জাদানশিন হযরতুল আল্লামা ছুফি ছৈয়দ জাফর ছাদেক শাহ (মা),।

এছাড়াও গ্লোবাল ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ আনিসুজ্জামান, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদের খতিব ড. সৈয়দ মুহাম্মদ এমদাদ উদ্দিন, ঢাকা বিশ্ববিদ্যালয় ফার্সি ভাষা বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর মুহাম্মদ আহসানুল হাদী, পাক পাঞ্জাতন দরবার শরীফের পীর  শায়খ আল্লামা  মোশতাক আহমাদ মুজাহেদী পাঞ্জাতনী, দরবারে পাক ক্বদমিয়া আলিয়া’র সৈয়দ আমিনুল এহসান ফেরদৌস আল ক্বদমি, প্রভাষক কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি শায়খ আল্লামা এম এ আজিজ, জুরাইন মাজার জামে মসজিদ  শায়খ আল্লামা মাসুদ রিজভী, খতিব ও ইমাম মসজিদে আল আমিন শায়খ হাফেজ ক্বারী মাওলানা ফুয়াদ আল মাহদী ফারুকী, ফ্লোরিডা আমেরিকা শায়খ সৈয়দ মুঈন উদ্দিন ফারুকী, পরিচালক মুফতি আমিনুল ইসলাম একাডেমি শায়খ আল্লামা নাইমুল ইহসান বারকাতী, ভারতের মেদেনীপুর দরবার শরিফ এর খাদেম শায়খ মঞ্জরুল ইসলাম কাদেরী, গাছতলা দরবার শরীফ এর সাহেবজাদা খাজা মোহাম্মদ মাসুম,আঞ্জুমানে মুহিব্বীনে আহলে বায়ত (আ:) বাংলাদেশ উপদেষ্টা শায়খ আল্লামা নূর মুহাম্মদ ভূঁইয়া, কিশোরগঞ্জের আবুল উলাইয়া মুফতিয়া খানকা শরিফ গদ্দিনশীন পীরে তরিকত হযরত শাহ সারোয়ার মোস্তফা আবুল উলায়ী, মানারত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি প্রভাষক  ড. গোলাম সরোয়ার সরকার, চট্টগ্রাম সূফীতত্ত্ব গবেষণা ও মানবকল্যান কেন্দ্র সাধারণ সম্পাদক হাকিম মওলানা মুহম্মদ ইকবাল ইউসূফ, ইমাম পাক দরবার শরিফ প্রফেসর ড. নূরে আলম মোহাম্মদী, সাবেরী দরবার এর পীরজাদা এম শাকের আলী সাবেরী, পরিচালক চিস্তীয়া খানকাহ শরিফ ডাক্তার শামসুল আলম চিশতী,দরবারে বাজমে হুসাইনী খানকাহে গিয়াসিয়া সুফি শাহেনশাহ আল-হুসাইনী কাদেরী ও আন্জুমানে মুহিব্বীনে আহলে বায়ত (আ.) বাংলাদেশ এর আহাবায়ক মুহাম্মদ নূরুল আবছার তৈয়বী  প্রমুখ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ‘পাক পাঞ্জাতন’ সম্মাননা প্রদান করা হয়। এসময় আলীভক্ত ও আশেকানসহ আলেম ওলামারা উপস্থিত ছিলেন।

এসআর

সংশ্লিষ্ট খবর

Back to top button