fbpx
সরকার

জাতীয় সংসদে ২০২৪-২৫ অর্থবছরের বাজেট পাস

বড় কোনো পরিবর্তন ছাড়াই জাতীয় সংসদে পাস হলো, ২০২৪-২৫ অর্থবছরের ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকার বাজেট। চলমান উন্নয়ন বজায় রাখা ও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের লক্ষ্য সামনে রেখে, রোববার সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে সংসদে সর্বসম্মতিক্রমে এই বাজেট পাশ হয়।

বাজেট পাসের প্রক্রিয়ায় মন্ত্রীগণ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ব্যয় নির্বাহের যৌক্তিকতা তুলে ধরে, মোট ৫৯টি মঞ্জুরি দাবি সংসদে উত্থাপন করেন। এই মঞ্জুরি দাবিগুলো সংসদে কণ্ঠভোটে অনুমোদিত হয়।

এরপর অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী নির্দিষ্টকরণ বিল-২০২৪ সংসদে উপস্থাপন করলে,সংসদ সদস্যরা কণ্ঠভোটে তা পাসের মাধ্যমে ২০২৪-২৫ অর্থবছরের বাজেট অনুমোদন করেন। গত ৬ জুন ‘টেকসই উন্নয়নের পরিক্রমায় স্মার্ট বাংলাদেশের স্বপ্নযাত্রা’ শিরোনামে এ বাজেট সংসদে উপস্থাপন করেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।

সংসদ সদস্যদের ১১ দিনের আলোচনা শেষে তা পাস হলো। আগামীকাল ১ জুলাই নতুন অর্থবছরের প্রথম দিন থেকে কার্যকর হবে এই বাজেট।

 

 

বাংলা টিভি / বুলবুল

সংশ্লিষ্ট খবর

Back to top button