ইব্রাহীম রায়িসির স্মরণে ঢাকায় আলোচনা সভা

ইসলামী প্রজাতন্ত্র ইরানের সদ্যপ্রয়াত প্রেসিডেন্ট আয়াতুল্লাহ সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি ও তার সফরসঙ্গীদের শাহাদতের ৪০তম দিন উপলক্ষ্যে ঢাকায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৩০ জুন) ঢাকাস্থ ইরান সাংস্কৃতিক কেন্দ্রের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশে অবস্থিত ইসলামি প্রজাতন্ত্র ইরান দূতাবাসের রাষ্ট্রদূত মানসুর চাভোশি এবং গ্লোবাল ইউনিভার্সিটি বাংলাদেশের উপাচার্য প্রফেসর ড. আনিসুজ্জামান।
ঢাকাস্থ ইরান সাংস্কৃতিক কেন্দ্রের কালচারাল কাউন্সেলর সাইয়্যেদ রেজা মির মুহাম্মদীর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন, দৈনিক ইনকিলাবের সহকারী সম্পাদক মেহদি হাসান পলাশ।
অনুষ্ঠানে বক্তরা বলেন, ইরানের শহীদ প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি ছিলেন একজন মানব দারদী মানুষ। তিনি দেশ ও জাতীর জন্য অত্যন্ত নিষ্ঠার সাথে ও নিরলশভাবে কাজ করে গেছেন। তিনি দেশের সেবায় এক শহর থেকে আরেক শহরে, এক দেশ থেকে অন্য দেশে ছুটে বেড়িয়েছেন। তিনি কেবল নিজ দেশ ও তার দেশের জনগণের জন্যই কাজ করেননি । তিনি বিশ্বমানবতার জন্য কাজ করেছেন। বিশ্বের মজলুম মানুষের জন্য কাজ করেছেন। তার সময়ে মুসলিমদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের সাথে ইরানের সম্পর্ক আরো বেশি শক্তিশালী হয়েছে।
‘হেলিকপ্টার দুর্ঘটনায় প্রেসিডেন্ট ইব্রাহিম রায়িসি ও তার সফরসঙ্গীদের শাহাদতের ফলে কেবল ইরানি জাতি ও মুসলিম উম্মার নয়, সমগ্র ইসলামী উম্মার অপূরণীয় ক্ষতি হয়েছে। যে ক্ষতি পুষিয়ে নেওয়ার মত নয়। তিনি ফিলিস্তিনসহ সারা বিশ্বের মজলুম মানুষের পক্ষে কাজ করেছেন। আর এর কারণেই তার শাহদতে সারা বিশ্বের মানুষ কেঁদেছে।তার জানাযায় লাখো মানুষের ঢল নেমেছিল। ’
বক্তরা আরও বলেন, কোন দেশের প্রেসিডেন্ট মারা গেলে সাধারণত ঐ দেশটিতে সরকারীভাবে শোক পালন করা হয় কিন্তু ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসির শাহাদতের ঘটনায় বিশ্বের বিভিন্ন দেশ ও জাতী শোক পালন করেছে।
এসময় বক্তারা বলেন, ইরানের ইসলামী বিপ্লবের ভিত্তি এখন অনেক মজবুত। ইরানের জনপ্রিয় প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসির শাহাদতের ফলে দেশটিতে সাময়িক সংকট তৈরি হলেও ইরানের সর্বোচ্চ নেতার বলিষ্ঠ নেতৃত্বে দেশটি এই সংকট খুব দ্রুতই কাটিয়ে উঠতে সক্ষম হবে এবং দেশটির পরবর্তী প্রেসিডেন্ট শহীদ প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসির পথ অনুসর করে এই দেশ ও জাতীকে আরো দূর্বারগতিতে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে।
এসআর