বেনজির –মতিউর পরিবারের সম্পদের হিসেব চায় দুদক
২১ কর্ম দিবসের মধ্যে পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজীর আহমেদ এবং তার পরিবারের সম্পদের হিসাব জমা দিতে নোটিশ দিয়েছে দুর্নীতি দমন কমিশন। একই সাথে জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য মতিউর রহমান,তার স্ত্রী ও সন্তানদেরও সম্পদের বিবরণী চেয়েছে দুদক। সঠিক সময়ে তথ্য জমা না দিলে,তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন,দুদক সচিব খোরশেদা ইয়াসমিন। মঙ্গলবার বিকেলে দুদক,কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন তিনি ।
জ্ঞাত আয়বহির্ভূত স্বনামে-বেনামে বিপুল পরিমাণ সম্পদের বিষয়ে খবর প্রকাশিত হবার পর আলোচনায় আসে পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজীর আহমেদ। এরপর তদন্তে নামে দুর্নীতি দমন কমিশন। দুর্নীতি ও বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের সম্পৃক্ততা পেয়ে গত ২৩ ও ২৪ জুন দুদকে হাজির হতে নির্দেশ দেয়া হয় বেনজীর ও তার পরিবারকে। কিন্তু তারা উপস্থিত না হয়ে আইনজীবীর মাধ্যমে অভিযোগের লিখিত বক্তব্য জমা দেন।
তবে বার বার সুযোগ দেয়ার পরেও কোন তাদের কোন সাড়া পেয়ে নোটিশ দেয়া হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানান দুদক সচিব।এদিকে, ছাগল কান্ডে সামনে আসা জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য মতিউর রহমান ও তাঁর পরিবারের দুর্নীতির বিষয়ে সম্পদের হিসাব চেয়ে নোটিশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি।নির্ধারিত সময় জবাব না পেলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানান দুদক সচিব।
বাংলা টিভি / বুলবুল