সরকার
কোনো ব্যক্তির অপকর্মের দায় গোটা বাহিনী নেবে না : আইজিপি

কোনো ব্যক্তির অপকর্মের দায় গোটা বাহিনী নেবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। মঙ্গলবার সকালে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ৩২ তম প্রতিষ্ঠা বার্ষিকীর উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। আইজিপি বলেন, উন্নত বাংলাদেশ বিনির্মাণে এবং স্মার্ট বাংলাদেশ পুলিশ বাহিনী গঠনে সম্ভাব্য সকল প্রক্রিয়া চলমান রয়েছে।
এ সময় বাংলাদেশ পুলিশ একাডেমির অধ্যক্ষ অতিরিক্ত আইজি মাসুদুর রহমান ভূঁইয়া,রাজশাহীর রেঞ্জের ডিআইজি আনিসুর রহমান,রাজশাহী মহানগর পুলিশ কমিশনার বিপ্লব বিজয় তালুকদার,সহ অনেকে উপস্থিত ছিলেন।
পরে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
বাংলা টিভি / বুলবুল