fbpx
সরকার

পিজিআর সদস্যদের অর্পিত দায়িত্ব সুষ্ঠুভাবে পালনের নির্দেশ রাষ্ট্রপতির

প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট-পিজিআর সদস্যদেরকে কর্তব্যপরায়ণতা,নিষ্ঠায় অটল এবং চেইন অব কমান্ডের প্রতি আস্থাশীল থেকে তাদের ওপর অর্পিত দায়িত্ব সুষ্ঠুভাবে পালনের নির্দেশ দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

বিশেষায়িত এ বাহিনীর ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে, শনিবার সকালে ঢাকা সেনানিবাসের পিজিআর সদর দফতরের শহীদ ক্যাপ্টেন হাফিজ হলে পিজিআরের দরবারে যোগ দিয়ে, রাষ্ট্রপতি এসব কথা বলেন। এসময় রাষ্ট্রপতি একটি সুশৃঙ্খল, পূর্ণাঙ্গ এবং স্বতন্ত্র প্রতিষ্ঠান হিসেবে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টকে বর্তমান অবস্থানে প্রতিষ্ঠিত করার কারিগর হিসেবে প্রাক্তন সদস্যদের অবদানকে শ্রদ্ধাভরে স্মরণ করেন।

রাষ্ট্রপ্রধান বলেন, পিজিআর’এর সার্বিক উন্নয়নকে সরকার অগ্রাধিকার দেয়। ভবিষ্যতেও এই রেজিমেন্টকে আরও সুসংহত ও আধুনিক করার চেষ্টা অব্যাহত থাকবে।

 

বাংলা টিভি / বুলবুল

সংশ্লিষ্ট খবর

Back to top button