রাজনীতি
কোটাবিরোধী আন্দোলনের কোন যৌক্তিকতা নেই : প্রধানমন্ত্রী

সারাদেশে চলমান কোটা আন্দোলনের কোন যৌক্তিকতা নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আন্দোলনের নামে শিক্ষার্থীরা অযথা সময় নষ্ট করছে। রবিবার সকালে গনভবনে যুব মহিলা লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
শেখ হাসিনা বলেন,আন্দোলন সংগ্রামে ব্যর্থ হয়ে বিএনপি জামায়াত এখন নানা পথ বেছে নিয়েছে। তাদের অত্যাচার নির্যাতন যেন আর ফিরে না আসে সে বিষয়ে সবাইকে সজাগ ও সচেতন থাকতে হবে। নারীর ক্ষমতায়ন ও অগ্রগতিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিভিন্ন পদক্ষেপ নিয়েছিলেন জানিয়ে তিনি বলেন, আন্দোলন-সংগ্রামে যুব মহিলা লীগ সব সময় ভূমিকা পালন করেছে।
দেশের মানুষের অধিকার আদায়ে কাজ করেছে সংগঠনটি। অনুষ্ঠানে যুব মহিলা লীগের ওয়েবসাইট উদ্বোধন করেন শেখ হাসিনা।
বাংলা টিভি / বুলবুল