fbpx
আওয়ামী লীগ

সরকার কোটা বাতিলের বিরুদ্ধে আপিল করেছে : কাদের

কোটার বিষয়ে উচ্চ আদালতের রায় না হওয়া পর্যন্ত  রাস্তাঘাট বন্ধ করে দুর্ভোগ সৃষ্টি না করতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সরকার কোটা বাতিলের বিরুদ্ধে আন্তরিক বলেই উচ্চ আদালতে আপিল করেছে। সোমবার সকালে রাজধানীর ধানমণ্ডিতে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এ সময়  বাস্তবতার আলোকে পেনশন স্কিম চালুর সিদ্ধন্ত হয়েছে জানিয়ে এ নিয়ে রাজনীতি না করার আহবান জানান তিনি।

সকালে রাজধানীর ধানমণ্ডিতে দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সমসাময়িক ইস্যুতে সাংবাদিকদের সাথে কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শুরুতেই, চলমান কোটা বিরোধী আন্দোলন প্রসঙ্গে কথা বলেন তিনি। জানান,   দেশের সর্বোচ্চ আদালতে বিষয়টি বিচারাধীন। উচ্চ আদালতের রায় না হওয়া পর্যন্ত সবাইকে অপেক্ষা করতে হবে।

পেনশন স্কিম নিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা যে আন্দোলন করছে তাকে গ্রহনযোগ্য নয় বলে জানান তিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব বিবেচবনা করেই এমন সিদ্ধান্ত নিয়েছেন। চলমান এসব আন্দোলনে বিএনপি ইন্ধন আছে কিনা তা সময়ই বলে দেবে বলেও জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

 

বাংলা টিভি / বুলবুল

সংশ্লিষ্ট খবর

Back to top button