fbpx
আইন-বিচার

কোটা নিয়ে আপিল শুনানি কাল, আদালতই সমস্যা নিরসনের পথ

কোটা নিয়ে আন্দোলরত শিক্ষার্থীদের আদালতে আবেদন করাকে, ইতিবাচক বলে মনে করেন আইনমন্ত্রী আনিসুল হক।মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। আইনমন্ত্রী বলেন, আজকে তারা একটা ইতিবাচক পদক্ষেপ নিয়েছে, এখন তারা তাদের বক্তব্য আদালতে দেবে।

যেহেতু তারা আদালতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন, তারা আন্দোলন প্রত্যাহার করবেন বলে আশাপ্রকাশ করেন আইনমন্ত্রী। তিনি বলেন রাজপথে আন্দোলন করে সমস্যা নিরসন হবে না,  কোটা সমস্যা নিরসনের সঠিক জায়গা আদালত। এখানে সরকারের সিদ্ধান্তের কোনো ব্যাপার নেই বলেও উল্লেখ করেন আইনমন্ত্রী।

এসময় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আনিসুল হক পাল্টা প্রশ্ন রাখেন, মুক্ত মানুষকে কীভাবে মুক্তি দেয়া যাবে?

 

বাংলা টিভি / বুলবুল

সংশ্লিষ্ট খবর

Back to top button