fbpx
জনদুর্ভোগ

কোটা আন্দোলনকারী ধৈর্য ধরার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

কোটা বিষয়ে আন্দোলনকারী শিক্ষার্থীদের ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বুধবার দুপুরে তেজগাঁওয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে শিক্ষার্থীদের এ আহ্বান জানান মন্ত্রী।

তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনী শিক্ষার্থীদের বিপক্ষে নয়। জনদুর্ভোগ সৃষ্টি না করে আইন ও আদালতের ওপর আস্থা রাখতে হবে।

কেউ উসকানি দিয়ে এ আন্দোলনের মাধ্যমে যেন বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সে বিষয়েও আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

 

বাংলা টিভি / বুলবুল

সংশ্লিষ্ট খবর

Back to top button