আওয়ামী লীগ
কোটা নিয়ে আদালতের সিদ্ধান্তই চূড়ান্ত হবে : কাদের
কোটা নিয়ে আদালতের সিদ্ধান্তই চূড়ান্ত হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বুধবার দুপুরে রাজধানীর ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন ওবায়দুল কাদের।
এ সময় আদালতের চূড়ান্ত রায় পর্যন্ত আন্দোলনরত শিক্ষার্থীদের ধৈর্য ধরার আহ্বান জানান আওয়ামী লীগের এ নেতা। পাশাপাশি জনদুর্ভোগ কর্মসূচি পরিহার করে আন্দোলনকারীদের শিক্ষাপ্রতিষ্ঠানে ফিরে যাওয়ার অনুরোধ জানান।
এছাড়া শিক্ষকদের আন্দোলনের বিষয়ে ওবায়দুল কাদের বলেন, পেনশন স্কিমের ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সাথে যোগাযোগ আছে। শিগগিরই সমস্যার সমাধান হবে।
বাংলা টিভি / বুলবুল