fbpx
রাজধানী

শাহবাগে পুলিশের ব্যারিকেড ভেঙ্গে কোটা আন্দোলনকারীদের বিক্ষোভ

রাজধানীর শাহবাগে পুলিশের ব্যারিকেড ভেঙ্গে ব্যাপক বিক্ষোভ করেছে কোটাবিরোধী আন্দোলনকারীরা। কোটা সংস্কারের দাবিতে আন্দোলরত শিক্ষার্থীরা বৃহষ্পতিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দিক থেকে শাহবাগ মোড়ে অবস্থান নেয়। এসময় তারা মোড় পেরিয়ে সড়কের দিকে আসতে চাইলে পুলিশ ব্যারিকেড তৈরি করে এবং পেছনে নেয়া হয় সাজোয়া যানসহ জলকামান।

বিকেল ৫টার দিকে আন্দোলনকারীরা জড়ো হলে উত্তেজনা ছড়িয়ে পড়ল। একপর্যায়ে পুলিশের ব্যারিকেড ভেঙে এগিয়ে যায় কোটাবিরোধী আন্দোলনকারীরা। এসময় সংঘাতপূর্ণ অবস্থা এড়াতে পুলিশ কিছুটা সরে দাঁড়ায় এবং পরে মাইকিং করে বিক্ষোভকারীদের শান্ত করার চেষ্টা করে। এরপর শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকে  আন্দোলনকারীরা।

এসময় তারা দাবি আদায়ে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। পুলিশের পক্ষ থেকে বলা হয়, শান্তিপূর্ণ অবস্থান বজায় রাখতে আন্দোলনকারীদের সাথে সহনশীল ছিল আইন শৃঙ্খলাবাহিনীর সদস্যরা।

 

বাংলা টিভি / বুলবুল

সংশ্লিষ্ট খবর

Back to top button