fbpx
আইন-বিচার

আন্দোলনের নামে ধ্বংসাত্মক কর্মকাণ্ড করলেই ব্যবস্থা : স্বরাষ্ট্রমন্ত্রী

কোটা বিরোধী আন্দোলনের নামে ধ্বংসাত্মক কর্মকাণ্ড করলে ছাড় দেওয়া হবে না বলে না বলে হুশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

ধ্বংস করলেই,জনদুর্ভোগ সৃষ্টি করলেই,রক্ত ঝরালেই,আইনশৃঙ্খলা বাহিনী দেশের স্বার্থে ব্যবস্থা নেবে। মঙ্গলবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন,তারা কোটা আন্দোলন করছে সেটা নিয়ে   কিছু বলার নেই। শান্তিপূর্ণ আন্দোলন করলে কোন প্রকার বাঁধা সৃষ্টি করা হবে না।  তবে কেউ যদি আইন হাতে তুলে দেয় তবে আইন তাঁর নিজস্ব গতিতে চলবে বলেও জানান তিনি।

 

বাংলা টিভি / বুলবুল

সংশ্লিষ্ট খবর

Back to top button