fbpx
প্রধানমন্ত্রী

হত্যাকান্ডের ঘটনা তদন্তে বিচার বিভাগীয় কমিটি হবে: প্রধানমন্ত্রী

কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সংঘর্ষে সারা দেশে যেসব প্রাণহানির ঘটনা ঘটেছে প্রতিটি ঘটনার বিচার বিভাগীয় তদন্ত হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শুধু তাই নয় যারা এই আন্দোলনকে পুঁজি করে  সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে তাদেরও আইনের আওতায় নিয়ে আসা হবে। বুধবার সন্ধ্যা সাড়ে সাতটায় জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি এ সব কথা বলেন। তিনি আরও বলেন,একটি আন্দোলন ঘিরে অহেতুক কতগুলো মূল্যবান জীবন ঝরে যাওয়ায় দুঃখ প্রকাশ করেন প্রধানমন্ত্রী।

সর্বোচ্চ আদালতের রায় আসা পর্যন্ত শিক্ষার্থীদের ধৈর্য ধরে অপেক্ষা করতে অনুরোধ জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন,ছাত্রসমাজ উচ্চ আদালত থেকে ন্যায়বিচারই পাবে,তাদের হতাশ হতে হবে না।

 

বাংলা টিভি / বুলবুল

সংশ্লিষ্ট খবর

Back to top button