fbpx
বাংলাদেশ

ব্যাংক এবং বন্দর চালু করায় গুরুত্ব দিচ্ছে সরকার :অর্থ উপদেষ্টা

অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ সাংবাদিকদের বলেন, নতুন পরিস্থিতির কারণে ব্যাংকগুলো চালু করা এবং বন্দর চালু করার বিষয়ে তারা গুরুত্ব দিচ্ছেন।

তিনি সাংবাদিকদের বলেন, দেশের ক্রান্তিলগ্নে আমাদের ওপর দায়িত্ব অর্পন করা হয়েছে। অর্থনীতি যদি থমকে যায়, তাহলে বন্ধ হয়ে যাওয়া গাড়ির মতো স্টার্ট করতে সময় লাগবে।

সালেহউদ্দিন আহমেদ বলেন, ব্যাংকের ওপর আস্থা ফেরাতে সরকার কাজ করবে।

“বাংলাদেশ ব্যাংকের কার্যক্রম সম্পূর্ণ চালু হবার পর ব্যাংকিং খাতে সংস্কারের বিষয়টি সামনে আসবে,” যোগ করেন তিনি।

অর্থ উপদেষ্টা আরো বলেন, মানুষের আয়ের সংস্থান বৃদ্ধি করা এবং মূল্যস্ফীতি কমানো তাদের প্রধান লক্ষ্য থাকবে।

মৌলিক কাজগুলো করতে বেশি সময় লাগবে না বলে সাংবাদিকদের জানান তিনি।

উন্নয়নের সুফল বেশিরভাগ মানুষ পাননি উল্লেখ করে মুল্যস্ফীতি নিয়ন্ত্রণে যেসব ভুল উদ্যােগ নেয়া হয়েছে সেগুলো সংস্কার করার কথাও বলেন সালেহউদ্দিন আহমেদ।

সংশ্লিষ্ট খবর

Back to top button