বাংলাদেশ
ঢাবি উপাচার্যের পদত্যাগ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল পদত্যাগ করেছেন।
শনিবার রাষ্ট্রপতি বরাবর পদত্যাগপত্র পাঠান তিনি। বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক এবং ক্যাম্পাসে কর্মরত একজন সাংবাদিক বিবিসি বাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।
গত বছরের চৌঠা নভেম্বর উপাচার্য হিসেবে নিয়োগ পান অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল। সে হিসেবে দায়িত্ব নেয়ার নয় মাসের মাথায় পদত্যাগ করলেন তিনি।
একইসাথে অন্তত ছয়টি হলের প্রভোস্টও পদত্যাগ করেছেন বলে জানা গেছে।