বাংলাদেশ
শেখ হাসিনা উৎখাতে জড়িত থাকার অভিযোগ ‘হাস্যকর’: যুক্তরাষ্ট্র
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতা থেকে উৎখাতের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের জড়িত থাকার অভিযোগকে ‘হাস্যকর’ বলে অভিহিত করেছেন দেশটির পররাষ্ট্র দপ্তর।
মঙ্গলবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের উপ-মুখপাত্র ভেদান্ত প্যাটেল নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন।
মি. প্যাটেলকে এক সাংবাদিক প্রশ্ন করেন, “বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা অভিযোগ করেছেন যে সেখানকার গণবিক্ষোভের মূল ইন্ধনদাতা যুক্তরাষ্ট্র। ওই বিক্ষোভের জেরে কয়েক সপ্তাহ ধরে চলমান সহিংসতার পর তিনি ক্ষমতাচ্যুত হন। এ বিষয়ে আপনি কী বলবেন?”
সেই প্রশ্নের উত্তরের শুরুতেই ভেদান্ত প্যাটেল বলেন যে এটি “হাস্যকর”।
“শেখ হাসিনার পদত্যাগের সঙ্গে যুক্তরাষ্ট্র জড়িত থাকার ধারণা সম্পূর্ণভাবে মিথ্যা। সাম্প্রতিক কয়েক সপ্তাহে আমরা প্রচুর বিভ্রান্তিমূলক খবর দেখেছি। ডিজিটাল ইকোসিস্টেম জুড়ে তথ্যের সত্যতা আরও জোরদার করার জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ। বিশেষ করে, আমাদের দক্ষিণ এশিয়ার পার্টনারদের সাথে।”