১০ দিনের রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক
হত্যা মামলায় সালমান এফ রহমান এবং আনিসুল হকের দশদিনের রিমান্ড মঞ্জুর করেছে সিএমএম কোর্ট।
পুলিশ চাওয়া দশদিনের রিমান্ডই মঞ্জুর করেছে আদালত।
এ সময় আসামিদের পক্ষে কোন আইনজীবী আদালতে উপস্থিত ছিল না। তাদের পক্ষে কোন আইনজীবী ওকালতনামা জমা দেয় নি। একইসাথে রাষ্ট্রপক্ষে কোন আইনজীবী উপস্থিত ছিল না।
হত্যা মামলার বাদী আদালতে উপস্থিত হয়ে সন্তান হত্যার বিচার চান।
এর আগে ব্যাপক পুলিশী নিরাপত্তায় সালমান এফ রহমান এবং আনিসুল হককে আদালতের এজলাসে হাজির করা হয়। এ সময় দুজনের মাথায় হেলমেট এবং গায়ে ভেস্ট পরিহিত ছিলেন।
নিরাপত্তাজনিত কারণে আদালতের হাজতখানায় নেয়ার প্রায় আধাঘণ্টা পরে তাদের এজলাসে নেয়া হয়।
এ সময় শত শত আইনজীবী বিক্ষোভ করে। আইনজীবীরা আনিসুল হককে উদ্দেশ্য করে খুনী, ডাকাত বলে স্লোগান দেন।
সালমান এফ রহমানকে দরবেশ উল্লেখ করে বিভিন্ন স্লোগান দেয়। তাদের হাতে ঝাড়ুও দেখা যায় এ সময়।
তবে, দুইজনকে ঢোকানোর পরে সিএমএম কোর্টের নিচের গেইট থেকেই সেনাবাহিনী ওই ভবনের ভেতরে আর কাউকে ঢুকতে দিচ্ছে না। তবে ভেতর থেকে অনেককেই বাইরে বের হতে দেখা যায়।
সিএমএম কোর্টে আইনজীবীদের বিক্ষোভ
দুপুরে সালমান এফ রহমান এবং আনিসুল হককে সিএমএম কোর্টে হাজির করার কথা ছিল। কিন্তু নিরাপত্তাজনিত কারণে বিকেলে তাদের সেখানে নেয়া হয় বলে জানান আইনজীবীরা।
সন্ধ্যা সাড়ে ছয়টায় তাদের আদালতের হাজতখানায় নেয়া হয়েছে।
দুপুর থেকেই বিক্ষোভ করছে আইনজীবীরা। এ সময় তাদের সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বিরুদ্ধে স্লোগান দিতে শোনা যায়।
শত শত আইনজীবীকে জুতা হাতে নিয়ে বিক্ষোভ করতে দেখা যায়। অনেকের হাতেই ডিম দেখা যায় এ সময়।
অনেক পুলিশ এ সময় আদালত প্রাঙ্গনে ছিল। ছিল বিজিবির সদস্যরাও । এছাড়া বিকেল চারটার পরে সেনাবাহিনী মোতায়েন করা হয় নিরাপত্তা রক্ষায়।