সব গুম-খুনের বিচার করতে হবে: মির্জা ফখরুল
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সব গুম-খুনের বিচার করতে হবে। পুলিশ জড়িত থাকলে তাদেরও বিচার করতে হবে।
বুধবার বিকেল পৌনে ৩টার দিকে রংপুরের পীরগঞ্জের মদনখালী ইউনিয়নের জাফরপাড়া মাদরাসা মাঠে এক সমাবেশে তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, ‘তারা (আওয়ামী লীগ) হাজার হাজার নেতাকর্মীকে গুম-খুন করছে। মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছে। তারা পালিয়ে গেলেও তাদের প্রেতাত্মারা এখনো রয়ে গেছে। আমরা পরিষ্কারভাবে দাবি জানিয়েছি, যেসব পুলিশ এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তাদের বিচার করতে হবে। হাসিনার বিচার করতে হবে।’
‘হাসিনা ভয়ে লেজ গুটিয়ে পালিয়েছে’ মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব বলেন, ‘খুব বড় গলায় বলতেন, আমি পালাব না। আমি শেখ মুজিবুর রহমানের মেয়ে, কোনোদিন পালাই না। কিন্তু আজ লেজ গুটিয়ে পালিয়েছেন।’
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘হাসিনার বিচার করতে হবে। হাসিনার মন্ত্রীসভার সদস্যদের লুটপাট ও খুনের বিচার করতে হবে। বিচার শুরু হয়েছে। আল্লাহ করে দিয়েছেন। আল্লাহর মাইর দুনিয়ার বাইর। ধর্মের কল বাতাসে নড়ে। তারা আজ নিজেরাই পালিয়েছে আর দেশের মানুষ জেগে উঠেছে।’
দুপুর দুইটার দিকে মদনখালী ইউনিয়নের জাফরপাড়া বাবনপুর গ্রামে কোটা সংস্কার আন্দোলনে পুলিশের গুলিতে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থী আবু সাঈদের কবর জিয়ারত করেন মির্জা ফখরুল। তিনি নিহত সাঈদের পরিবারের সদস্যদের খোঁজখবর নেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
বাংলাদেশের ছাত্র-জনতার ত্যাগ, বিপ্লব ও স্বাধীনতাকে নস্যাৎ করতে পরিকল্পিতভাবে দেশি ও বিদেশী চক্র সংখ্যালঘু নির্যাতনের কাহিনি প্রচার করছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বললেন, সীমান্তে কিছু লোক একত্রিত করে, যাদের হাতে কোন ব্যাগ নেই, স্ত্রী সন্তান নেই তাদেরকে দিয়ে পতিত শাষকগোষ্ঠির লোকেরা নাটক সাজিয়ে প্রচারণা চালাচ্ছে।
এর আগে বুধবার (১৪ আগস্ট) সকালে নিজ জেলা ঠাকুরগাঁও কালিবাড়ি বাসভবনে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এমন মন্তব্য করেন। এসময় জেলা বিএনপির সাধারন সম্পাদক ফয়সাল আমিনসহ জেলার বিভিন্ন অঙ্গসংগঠনের বিএনপির নেতাকর্মী উপস্থিত ছিলেন।
মির্জা ফখরুল আরও বলেন, বিএনপির সকল নেতাকর্মী এসব ঘটনা প্রতিরোধ করতে মাঠ পর্যায়ে কাজ করছেন। তারপরও যদি কেউ প্রমাণ করতে পারে বিএনপির কোনো লোক এরসাথে জড়িত তাহলে তৎক্ষণাৎ তার বিরুদ্ধে দলীয় ও আইনগত কঠোর ব্যাবস্থা গ্রহণ করা হবে।
কেউ যেন রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের জন্য কাউকে ব্যাবহার করতে না পারে সেজন্য সকলকে সজাগ থাকবার অনুরোধও জানান বিএনপি মহাসচিব। সেইসঙ্গে কারও দ্বারা প্রভাবিত না হয়ে এবং গুজবে কান না দেয়ার অনুরোধ জানান মির্জা ফখরুল।
বৈঠক ও সন্ত্রাসী হামলায় অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্ত বিএনপি কার্যালয় পরিদর্শন শেষে রংপুরের উদ্দেশে রওনা দেন বিএনপি মহাসচিব।