fbpx
বাংলাদেশরাজনীতি

‘ভারতের নীলনকশায় পোশাকশিল্পে অস্থিরতা’

জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপার সহসভাপতি রাশেদ প্রধান বলেছেন, ‘ভারতের নীলনকশায় বাংলাদেশের পোশাকশিল্পে অস্থিরতা বিরাজমান। গত পনেরো বছরের ষড়যন্ত্র এখনও অব্যাহত আছে। যার কারণে পোশাকশিল্পে উৎপাদন সমস্যা ব্যাহত হচ্ছে। দুই শতাধিক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ এবং সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।’

তিনি বলেন, ‘ভারত আমাদের পোশাক খাত ধ্বংস করে বাজার দখল করার নোংরা খেলায় লিপ্ত হয়েছে। অবিলম্বে ভারতের ষড়যন্ত্র রুখে দিতে হবে।’

শুক্রবার বিকালে রাজধানীর পল্টনে জাগপার কার্যালয়ে ‘যুব জাগপার ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী’ উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়ে রাশেদ প্রধান বলেন, ‘আওয়ামী সরকারের সমর্থক ও সহযোগীদের প্রশাসনের বিভিন্ন স্তরে পদায়ন বন্ধ করুন। প্রশাসনে থাকা আওয়ামী স্বৈরশাসনের সহযোগীদের বরখাস্ত ও বিচারের ব্যবস্থা করুন। একইসঙ্গে সীমান্তে নিরাপত্তা জোরদার করুন। ফেলানী কিংবা স্বর্ণা দাসদের গুলি করা হলে পাল্টা গুলি ছুড়তে হবে। আওয়ামী গণহত্যাকারীরা সীমান্ত দিয়ে ভারতে যেন আর পালাতে না পারে সেই ব্যবস্থাও করতে হবে।’

তিনি বলেন, ‘একটি দেশকে উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত করতে হলে সবার আগে দেশের বেকার সমস্যা দূর করতে হবে। দুর্নীতি বন্ধ করতে হবে। যুবকদের সুদমুক্ত ঋণ দিয়ে পর্যাপ্ত কর্মসংস্থানের সুযোগ বাড়াতে হবে। অল্প খরচে যুবকদের বিদেশে কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে এবং প্রবাসীদের নিরাপদ কর্মসংস্থান নিশ্চিত করতে সরকারকে আন্তর্জাতিকভাবে যোগাযোগ রাখতে হবে। আমাদের মনে রাখতে হবে উন্নয়নশীল রাষ্ট্র গঠনে যুবকরা এবং প্রবাসীরাই দেশের অর্থনৈতিক মুক্তি নিয়ে আসে।’

যুব জাগপার সভাপতি নজরুল ইসলাম বাবলুর সভাপতিত্বে ও ইঞ্জিনিয়ার মো. সিরাজুল ইসলামের পরিচালনায় বক্তব্য দেন- জাগপার প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান, ঢাকা মহানগর সদস্যসচিব আশরাফুল ইসলাম হাসু, ঢাকা মহানগরের সাবেক আহ্বায়ক আরিফ হোসেন ফিরোজ, জাগপা ছাত্রলীগের সভাপতি আবদুর রহমান ফারুকী, শ্যামল চন্দ্র সরকার, যুব জাগপার সহসভাপতি মোহাম্মদ আলী ফকির, মনোয়ার হোসেন, যুব ও ক্রীড়া সম্পাদক জনি নন্দী, সহ-প্রচার সম্পাদক আসাদুজ্জামান নুর, ছাত্রনেতা জামাল উদ্দিন, মো. ফয়সাল আহমেদ প্রমুখ।

সংশ্লিষ্ট খবর

Back to top button