fbpx
বাংলাদেশবিএনপিরাজনীতি

আ.লীগ নেতাকর্মীদের হাতে হাতে অবৈধ অস্ত্র: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, আওয়ামী লীগের নেতাকর্মীদের হাতে হাতে অবৈধ অস্ত্র। গণম্যধমে খবর এসেছে এখনও লাইসেন্স বাতিল হওয়া ১৮৮৮ অস্ত্র উদ্ধার করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। এগুলো এখন ব্যবহার করা হচ্ছে।

রিজভী বলেন, শেখ হাসিনার আমলে ছাত্রলীগ, যুবলীগ এবং আওয়ামী লীগকে লাইসেন্স এবং বিনা লাইসেন্সে প্রচুর অস্ত্র দেয়া হয়েছে। সরকার এক হাজারের ওপর অস্ত্রের লাইসেন্স বাতিল করলেও সেগুলো এখনও উদ্ধার করা যায়নি। ছাত্রলীগ-যুবলীগ ঘাপটি মেরে আছে সেসব অস্ত্র দেশের মানুষের ওপর ব্যবহার করার জন্য। রিজভী দ্রুত এসব অস্ত্র উদ্ধারের আহ্বান জানান।

তিনি বলেন, গোপালগঞ্জে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের বিরুদ্ধে এ অস্ত্র ব্যবহার করা হয়েছে। অন্যান্য জেলায়ও এ অস্ত্র ব্যবহারের খবর পাচ্ছি। কেন এসব অস্ত্র এখনও উদ্ধার করতে পারেনি অর্ন্তর্বর্তী সরকারের কাছে প্রশ্ন রাখেন তিনি।

রিজভী বলেন, শুধু তাই নয়, গণভবন থেকে এসএসএফের অনেক আধুনিক অস্ত্র খোয়া গেছে। এগুলো উদ্ধার করতে না পারলে জনগণ নিশ্চিন্তে ঘুমাতে পারবে না।

রুহুল কবির রিজভী আরও বলেন, ষড়যন্ত্র এখনও থেমে নেই। শেখ হাসিনা ও তার প্রভুরা এখনো চক্রান্ত করে চলেছে। তাই ফ্যাসিস্টদের ষড়যন্ত্র রুখতে সবাইকে সতর্ক থাকতে হবে।

বিএনপির এই নেতা বলেন, গত ১৫ বছরে দেশে বিচারক বিচার করেছেন শেখ হাসিনার মুখ চেয়ে, কোনো নিয়ম-কানুন ছিল না। পুরো দেশে সবকিছু ছিল শেখ হাসিনা এবং আওয়ামী লীগের ইচ্ছায়। আর এই নির্লজ্জ শেখ হাসিনার নির্লজ্জ চামচামি করেছে দেশের মিডিয়ার মালিকেরা। শেখ হাসিনা জার্মান নেতা এডলফ হিটলারের গ্যাসচেম্বারের মতো অমানবিক-নিপীড়নের জন্য আয়নাঘর তৈরি করেছিলেন উল্লেখ করে রিজভী বলেন, হাসিনা ও তার দোসররা একটা নিষ্ঠুর শয়তানের আত্মা নিয়ে নিপীড়ন চালিয়ে গেছে।

অনুষ্ঠানে জুলাই-আগস্টে বগুড়ায় বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত রিকশাচালক কমর উদ্দিন, ছাত্র শাকিল হাসান মানিক এবং বিএনপি নেতা জিল্লুর রহমানের পরিবারের হাতে বিএনপি’র আর্থিক সহায়তাও তুলে দেন রুহুল কবির রিজভী।

সংশ্লিষ্ট খবর

Back to top button