fbpx
অন্তর্বর্তী সরকারবাংলাদেশ

সরকার পরিবর্তনের পর অনুপস্থিত প্রায় দুই শতাধিক পুলিশ সদস্য

পহেলা অগাস্ট থেকে বাংলাদেশ পুলিশের ১৮৭ জন কর্মস্থলে অনুপস্থিত রয়েছে বলে জানা গেছে।

তাদের মধ্যে ডিআইজি, অতিরিক্ত ডিআইজি, পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তারাও রয়েছে।

পুলিশ সদর দপ্তরের একটি বার্তায় এই তথ্য জানানো হয়েছে।

যারা অনুপস্থিত রয়েছেন, তাদের মধ্যে ডিআইজি এক জন, অতিরিক্ত ডিআইজি সাত জন, পুলিশ সুপার দুই জন, অতিরিক্ত পুলিশ সুপার এক জন, সহকারী পুলিশ সুপার পাঁচ জন, পুলিশ পরিদর্শক পাঁচ জন, এসআই ও সার্জেন্ট ১৪ জন, এএসআই নয় জন, নায়েক সাত জন এবং কনস্টেবল ১৩৬ জন।

পুলিশ সদর দপ্তর জানিয়েছে, ১৮৭ জন পুলিশ সদস্যের মধ্যে ছুটিতে অতিবাস ৯৬ জন, কর্মস্থলে গরহাজির ৪৯ জন, স্বেচ্ছায় চাকরি ইস্তফা দিয়ে কর্মস্থলে অনুপস্থিত ০৩ জন এবং অন্যান্য কারণে ৩৯ জন কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button