বাংলাদেশঅন্তর্বর্তী সরকার
বাদ যাচ্ছে ‘সেন্সর’ শব্দ, পুনর্গঠন হবে বোর্ড
চলচ্চিত্র যাচাই বাছাইয়ের সরকারি সংস্থা সেন্সর বোর্ড থেকে ‘সেন্সর’ শব্দটি বাদ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
২০২৩ সালের বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন আইন অনুযায়ী বোর্ড পুনর্গঠন করা হবে বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম।
সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান নাহিদ ইসলাম।
২০২৩ সালের আইনটিতেও ত্রুটি আছে মন্তব্য করে সেগুলো সংশোধনের জন্য সরকার কাজ করবে বলেও জানান তিনি।