fbpx
অন্তর্বর্তী সরকারবাংলাদেশ

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সম্পদের হিসাব জমা দিতে হবে প্রতি বছর

প্রতিবছর ৩১ ডিসেম্বরের মধ্যে সম্পদের হিসাব জমা দিতে হবে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের। রবিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে সংবাদ সম্মেলন করে এবং পরবর্তীতে সেটি নিয়ে নোটিশ জারি করা হয়েছে।

নোটিশে বলা হয় সরকারি কর্মচারীদের দুর্নীতি প্রতিরোধ, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণের লক্ষ্যে পহেলা সেপ্টেম্বরে সকল সরকারি কর্মকর্তা কর্মচারীকে সম্পদ বিবরণী দাখিল করতে নির্দেশ দেয়া হয়েছে।

বিদ্যমান নিয়ম অনুয়ায়ী সরকারি চাকরিতে প্রবেশের সময় সম্পদের বিবরণী দাখিল করতে হয় এবং পাঁচ বছর পর পর হ্রাস-বৃদ্ধির বিবরণ নিয়োগকারীর মাধ্যমে সরকারের কাছে দাখিল করতে হয়। তবে এখন সেটা প্রতি বছর ৩১ ডিসেম্বরের মধ্যে দিতে হবে।

সচিবালয়ে ব্রিফিংয়ে সিনিয়র সচিব ড. মো. মোখলেস উর রহমান জানান, প্রতি বছর ৩১শে ডিসেম্বর হলেও চলতি বছর সম্পদের হিসাব জমা দিতে হবে ৩০ নভেম্বরের মধ্যে।

সংশ্লিষ্ট খবর

Back to top button