fbpx
অন্তর্বর্তী সরকারঅপরাধবাংলাদেশ

অচিরেই জুলাই গণহত্যার বিচার শুরু হবে : আসিফ নজরুল

অন্তর্বর্তীকালীন সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, জুলাই-আগস্ট মাসে এই দেশে যে নৃশংস গণহত্যা হয়েছিল এই বিচার আমরা অচিরেই শুরু হবে। ন্যায়বিচার নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর বলেও জানান তিনি।

শুক্রবার (১১ অক্টোবর) বিকেলে সিরাজগঞ্জের বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি।

আসিফ নজরুল বলেন, এই দেশে কেউ সংখ্যালঘু নয়, আমরা সবাই বাংলাদেশের নাগরিক। সবার সমান অধিকার রয়েছে সবাই ধর্মের প্রতি সম্মান ও ভালোবাসা নিয়ে শান্তিতে থাকবে। । দূর্গাপুজা যেন সুন্দর ও সুষ্ঠভাবে সম্পন্ন হয় এজন্য হিন্দু ধর্মালম্বীদের পাশে দাঁড়িয়ে সমর্থন ও সকল প্রকার সহযোগিতা করারও আহ্বান জানান তিনি।

তিনি আরও জানান, এই সপ্তাহের মধ্যে ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল গঠিত হবে। আমরা প্রচুর আলামত পেয়েছি। এসবের মাধ্যমে অনেক দ্বিধা ও প্রশ্ন দূর হয়ে যাবে বলেও মন্তব্য করেন তিনি।

সংশ্লিষ্ট খবর

Back to top button