fbpx
অন্তর্বর্তী সরকারআইন-বিচারছাত্র আন্দোলনবাংলাদেশ

জুলাই গণঅভ্যুত্থান সংশ্লিষ্ট ঘটনার জন্য কোন মামলা, গ্রেফতার বা হয়রানি করা হবে না: স্বরাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশে ১৫ই জুলাই থেকে আটই আগস্ট পর্যন্ত সংগঠিত জুলাই গণঅভ্যুত্থান সংশ্লিষ্ট ঘটনার জন্য কোন মামলা, গ্রেফতার বা হয়রানি করা হবে না বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার ফয়সল হাসান স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, “ গত পাঁচই অগাস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকারের পতনের মাধ্যমে বৈষম্যমুক্ত নতুন বাংলাদেশ গড়ার পথে এক নবযাত্রা সূচিত হয়েছে। এ গণ অভ্যুত্থানকে সাফল্যমণ্ডিত করতে যেসব ছাত্র-জনতা সক্রিয়ভাবে আন্দোলনের মাঠে থেকে পক্ষে কাজ করেছেন, তাদের বিরুদ্ধে ১৫ই জুলাই হতে আটই অগাস্ট পর্যন্ত সংগঠিত জুলাই গণ অভ্যুত্থান সংশ্লিষ্ট ঘটনার জন্য কোন মামলা, গ্রেফতার বা হয়রানি করা হবে না ”।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পাঠানো বিবৃতিতে আরো বলা হয়েছে, “এ বিষয়ে সংশ্লিষ্টদের সর্বোচ্চ সতর্ক থাকার জন্য নির্দেশনা দেয়া হলো। এ বিষয়ে অসত্য তথ্য দিয়ে কোন সুবিধা অর্জনের বিরুদ্ধেও সংশ্লিষ্টদের সতর্ক করা হলো”।

উল্লেখ্য, জুলাইয়ে শুরু হওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের আন্দোলন অগাস্টে সরকার পতনের এক দফা দাবীতে পরিণত হয়। পরে পাঁচই অগাস্ট শেখ হাসিনার সরকারের পতন হয়।

সংশ্লিষ্ট খবর

Back to top button