fbpx
বাংলাদেশঅপরাধ

উত্তরার ত্রাস ঠোঁটকাটা আলতাফ গ্রেফতার

রাজধানীর উত্তরা এলাকার শীর্ষ সন্ত্রাসী ঠোঁটকাটা আলতাফকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী।

মঙ্গলবার (২৯ অক্টোবর) মধ্যরাতে উত্তরা-৮ নম্বর সেক্টরে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় আলতাফের সঙ্গে থাকা কয়েকজন সহযোগীকেও গ্রেপ্তার করা হয়েছে।

WhatsApp Image 2024 10 30 at 5.10.08 PM

যৌথবাহিনী বলছে, আলতাফের নেতৃত্বেই লুট হয় উত্তরা পূর্ব থানার অস্ত্র। চাঁদাবাজি, অস্ত্র-মাদক ব্যবসা ও কিশোর গ্যাং পুষে পুরো এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছিলেন তিনি।

জানা গেছে, তার আসল নাম আলতাফ হোসেন। তবে ঠোঁটকাটা আলতাফ নামেই এলাকায় পরিচিত। মাদক ও অস্ত্র ব্যবসা এবং কিশোর গ্যাংয়ের মাধ্যমে রাজধানীর উত্তরা এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেন তিনি। আত্মরক্ষার্থে তিনি বিশেষ প্রজাতির কুকুর সঙ্গে রাখতেন। আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে অনেকটা আড়ালেই ছিলেন আলতাফ।

WhatsApp Image 2024 10 30 at 5.10.07 PM

আলতাফ মঙ্গলবার উত্তরা ৮ নম্বর সেক্টরের বাইদ্যা বস্তি এলাকায় নিজ আস্তানায় ফেরেন। রাতে ডগ স্কোয়াডসহ বস্তিতে যৌথ অভিযানে নামে সেনাবাহিনী। এসময় গ্রেপ্তার করা হয় আলতাফকে।

যৌথবাহিনী জানিয়েছে, আলতাফের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় ১০টিরও বেশি মামলা রয়েছে। অপরাধীদের আইনের আওতায় আনতে চলমান এই অভিযান অব্যাহত থাকবে।

এসআর

সংশ্লিষ্ট খবর

Back to top button