ছাত্র আন্দোলনবাংলাদেশ

জিরো পয়েন্ট ছাত্র- জনতা, সতর্ক অবস্থানে পুলিশ

গুলিস্তানের জিরো পয়েন্টে আওয়ামী লীগ মিছিলের ডাক দেওয়ার পর পাল্টা জমায়েত করছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ বেশ কয়েকটি সংগঠন।

শনিবার রাত থেকেই গুলিস্তানের জিরো পয়েন্টে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ব্যানারে অনেকে জড়ো হয়েছেন।

সকাল থেকে জিরো পয়েন্টে বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা আসতে শুরু করেন।

বেলা সাড়ে ১১টার দিকে তিনি জানান, জিরো পয়েন্ট ঘিরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ছাড়াও গণঅধিকার পরিষদ, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীদের অবস্থান নিতে দেখা গেছে ।

তাদের স্লোগানে সেসময় মুখরিত হয়ে ওঠে নূর হোসেন চত্বর।

এ সময় বিক্ষোভকারীরা আওয়ামী লীগের যেকোন কর্মসূচি প্রতিহত করার ঘোষণা দেয়।

এর আগে সকালে শহীদ নূর হোসেনের স্মরণে অনেক সংগঠন ফুল দিয়ে শ্রদ্ধা জানায়।

তবে সকাল থেকে কোথাও আওয়ামী লীগের কোনো নেতাকর্মীকে দেখা যায়নি।

শনিবার নিজেদের ভ্যারিফায়েড ফেসবুক পেইজে রোববার বেলা তিনটায় বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছিল দলটি।

এদিকে সমাবেশ ঘিরে সতর্ক অবস্থানে দেখা গেছে পুলিশ।

সচিবালয়ের সামের সড়কে উল্লেখযোগ্য পরিমাণে পুলিশ ও সেনাবাহিনীর উপস্থিতি দেখা গেছে।

এমন অবস্থায় জিরো পয়েন্ট ও এর আশেপাশের এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button