fbpx
আবহাওয়াবাংলাদেশ

সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ে

দেশের সবচেয়ে উত্তরের জেলা পঞ্চগড়ে পঞ্চম দফায় দ্বিতীয় দিনের মতো বইছে মৃদু শৈত্যপ্রবাহ। তবে সকাল আটটা পর্যন্ত কুয়াশা থাকলেও বেলা বাড়তেই দেখা মিলছে কাঙ্খিত সূর্যের। যদিও উত্তাপ অনেকটা নেই বললেই চলে। সেই সঙ্গে বইছে ঠান্ডা বাতাস।

শনিবার (৪ জানুয়ারি) দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায়। সকালে এখানকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস।

কুড়িগ্রাম

এদিকে শুধু পঞ্চগড় নয়, উত্তর সব জেলাগুলোতেই জেঁকে বসেছে শীত। হাড়হিম করা ঠান্ডা বাতাস আর শীতে কাঁপছে উত্তরাঞ্চল।

একই দিন কুড়িগ্রামে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ ডিগ্রি সেলসিয়াস।

জেলায় কুয়াশা ও শীতের তীব্রতায় হাসপাতালগুলোতে প্রতিদিন বাড়ছে শীতজনিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যা। বিশেষ করে ডায়রিয়ায় শিশুরা বেশি আক্রান্ত হচ্ছে। সদর হাসপাতালের বর্হিবিভাগে প্রতিদিন প্রায় ৩০০ থেকে ৪০০ রোগী শীতজনিত রোগে আক্রান্ত হয়ে চিকিৎসা নিতে আসছেন। মানুষের পাশাপাশি শীতে কষ্ট পাচ্ছে গবাদি পশুগুলোও।

জামালপুর

জামালপুরে শীতের তীব্রতা বেড়েছে। রাত বাড়তেই বাড়ছে শীত। ঘন কুয়াশায় সকাল ১০টা পর্যন্ত সড়ককে যানবাহন চলছে হেডলাইট জালিয়ে। ঘন কুয়াশা আর কনকনে হিমেল বাতাসে দুর্ভোগে রয়েছে খেটে খাওয়া মানুষ। সবচেয়ে বেশি দুর্ভোগে আছেন জেলার যমুনা ও ব্রহ্মপুত্র নদের তীরবর্তী এলাকার হতদরিদ্র মানুষ। উত্তরের হিমেল হাওয়ায় শীতের তীব্রতা বাড়ায় হতদরিদ্র মানুষ খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন।

তীব্র শীতে শিশু ও বয়স্ক মানুষ ঠান্ডাজনিত নানা রোগে আক্রান্ত হচ্ছে। জামালপুর জেনারেল হাসপাতালসহ জেলার অন্য হাসপাতালে বাড়ছে শীতজনিত রোগীর সংখ্যা।

নওগাঁ

নতুন করে নওগাঁর ওপর দিয়ে বইছে মৃদু শৈতপ্রবাহ। শনিবার (৪ জানুয়ারি) সকালে থেকে ঘন কুয়াশায় এখনও সূর্যের দেখা মেলেনি। ফলে শীতের তীব্রতা বাড়ছে। হাড় কাঁপানো কনকন শীত কাহিল হয় পরেছেন নিম্ন আয়ের মানুষ।

স্থানীয়রা বলছেন, উত্তরের হিমেল হাওয়ার কারণ তীব্র শীতে জনজীবন অনেকটাই বিপর্যস্ত হয়ে পড়েছে।  শনিবার সকাল ৯টায় নওগাঁয় ১২ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এ বছর শীতকালে শীতার্তদের মধ্যে শীত বস্ত্র বিতরণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গায় ঘন কুয়াশা ও হাড় কাঁপানো শীতে জনজীবনে বিঘ্ন ঘটছে। শনিবার সকাল ৯টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস।

এই তথ্য জানিয়েছেন, চুয়াডাঙ্গা প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাকিবুল হাসান।

খাগড়াছড়ি

খাগড়াছড়িতে শীত বেড়েছে। সেই সঙ্গে রয়েছে ঠান্ডা বাতাস। শনিবার সকাল থেকে গ্রাম ও শহরাঞ্চলে সমানভাবে কুয়াশা দেখা গেছে এবং শীত অনুভূত হয়েছে। সকাল আটটা পর্যন্ত যানবাহনগুলোকে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা গেছে।

খাগড়াছড়িতে আবহাওয়া অফিস না থাকার কারণে তাপমাত্রা নির্ণয় করা যাচ্ছে না। তবে মোবাইল অ্যাপে জানা গেছে, সকাল সাড়ে আটায় জেলার তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়াস।

রাজশাহী

একদিনের ব্যবধানে রাজশাহীর তাপমাত্রা কিছুটা উন্নতি হলেও রয়েছে শীতের তীব্রতা। শনিবার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস। ভোরের দিকে কিছুটা কুয়াশা থাকলেও বেলা বৃদ্ধির সঙ্গে সঙ্গে দেখা মিলছে সূর্যের। তবে ঠান্ডা বাসাত শীতে তীব্রতা বাড়িয়ে দিচ্ছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button