fbpx
অন্তর্বর্তী সরকারআইন-বিচারবাংলাদেশ

হাসিনাকে প্রত্যর্পণ: ঢাকার চিঠির জবাব এখনো দেয়নি দিল্লি

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে এখনো পর্যন্ত ভারত আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।

শনিবার বিকালে রাজধানীর পূর্বাচলে বেলাব থানা সমিতি আয়োজিত এক বার্ষিক সাধারণ সভা ও মিলনমেলায় প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে তিনি সাংবাদিকদের এ কথা জানান।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ওনাকে (‌শেখ হা‌সিনা) ফেরত পাঠানো নি‌য়ে ভারতের কোনো আনুষ্ঠা‌নিক প্রতি‌ক্রিয়া এখনো আমরা পাই‌নি।

এদিকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল শুক্রবার (৩ জানুয়ারি) সাপ্তাহিক সংবাদ ব্রিফিংয়ে জানান, শেখ হাসিনাকে ফেরত চেয়ে ঢাকার অনুরোধের বিষয়ে এই মুহূর্তে ভারতের নতুন করে কিছু বলার নেই।

প্রসঙ্গত, ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট ক্ষমতাচ্যুত হয়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। দেশে হত্যা, গণহত্যা, গুমসহ নানা অভিযোগে হাসিনার বিরুদ্ধে বহু মামলা দায়ের হয়েছে।

এর আগে গত ২৩ ডিসেম্বর বিচার প্রক্রিয়ার স্বার্থে সাবেক এ প্রধানমন্ত্রীকে ফেরত চেয়ে দিল্লিকে কূটনৈতিক নোট পাঠায় ঢাকা। নোট পাওয়ার কথা জানালেও এখনো পর্যন্ত এর কোনো জবাব দেয়নি ভারত।

সংশ্লিষ্ট খবর

Back to top button