fbpx
দেশবাংলাসরকার

পেট্রোবাংলার চেয়ারম্যান পদে যোগ দিলেন রেজানুর রহমান

বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ কর্পোরেশনের (পেট্রোবাংলা) চেয়ারম্যান পদে যোগদান করেছেন অতিরিক্ত সচিব মো. রেজানুর রহমান। তিনি প্রতিষ্ঠানটির সদ্য সাবেক চেয়ারম্যান জনেন্দ্র নাথ সরকারের স্থলাভিষিক্ত হয়েছেন।

গত বৃহস্পতিবার রেজানুর ওই পদে যোগদান করেন বলে রবিবার (৫ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানিয়েছে পেট্রোবাংলা।

মো. রেজানুর রহমান এর আগে বিদ্যুৎ বিভাগে কর্মরত ছিলেন। ২৭তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের এই কর্মকর্তা মাঠ প্রশাসনে প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট, সহকারী কমিশনার (ভূমি), উপজেলা নির্বাহী অফিসার ও ডিডিএলজি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

এছাড়াও স্বাস্থ্য মন্ত্রণালয়, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) পরিচালক এবং দুর্নীতি দমন কমিশনের (দুদক) মহাপরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন রেজানুর রহমান।

এসআর

সংশ্লিষ্ট খবর

Back to top button