ছাত্র আন্দোলনবাংলাদেশ
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ৭১ শিক্ষার্থীকে বহিষ্কার
গত বছরের জুলাই অগাস্টের আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলা, ভাঙচুর এবং আবু সাঈদ হত্যার সাথে জড়িত থাকার অভিযোগে ছাত্রলীগের ৭১জন নেতাকর্মীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
রোববার বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে বিবিসি বাংলাকে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. ফেরদৌস রহমান।
সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের সাবেক ১৫ শিক্ষার্থী ও ছাত্রলীগ নেতাকর্মীকে আজীবন বহিষ্কার ও তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত হয়।
এছাড়া বাকি ৫৬ জনের মধ্যে ৩৩ জনকে ২ সেমিস্টার এবং বাকি ২৩ জনকে ১ সেমিস্টারের জন্য বহিষ্কার করা হয়।
এর আগে ১০৮তম সিন্ডিকেট সভায় বিশ্ববিদ্যালয়ের ৭২ শিক্ষার্থীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের প্রাথমিক তালিকা ঘোষণা করেছিল প্রশাসন।