fbpx
অন্তর্বর্তী সরকারআইন-বিচারবাংলাদেশ

খুঁজে খুঁজে বিতর্কিত সবাইকে ধরা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

আওয়ামী লীগ সরকারের আমলে অপরাধ কার্যক্রম ও বিতর্কিত ভূমিকায় জড়িত সবাইকে খুঁজে খুঁজে ধরা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী।

বুধবার বেলা ১১টায় আনসার ও ভিডিপি সদর দপ্তর পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের একথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, যেসব পুলিশ কর্মকর্তার বিতর্কিত ভূমিকা ছিলো, ফুটেজ আছে তাদেরকে ধরা হচ্ছে। চেষ্টা চলছে। প্রতিদিন দুই একজন করে ধরা পড়ছে।

তিনি আরও বলেন তদন্তের পর যাদের বিরুদ্ধে তথ্য প্রমাণ পাওয়া যাচ্ছে তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না। এই প্রসঙ্গে ছাগলকাণ্ডে আলোচিত মতিউর রহমানকে গ্রেপ্তারের বিষয়টি উল্লেখ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

তিনি আরও যোগ করেন, তাকেও (মতিউর) এতদিন ধরা যায়নি। অন্যদেরও ধরা হবে, আইনের আওতায় আনা হবে। সব তো একদিনে ধরা যায় না, অনেকে লুকিয়ে আছে, তাদের খুঁজে খুঁজে একে একে সবাইকে ধরা হবে।

বিতর্কিত অনেকে পুলিশ সদস্যদের বিরুদ্ধে অভিযোগের পরও তাদের পদায়ন বদলি পদোন্নতি হয়েছে, এ বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, তদন্তের পর যাদের বিরুদ্ধে তথ্য প্রমাণ পাওয়া যাচ্ছে তাদের কাউকে ছাড় দেয়া হবে না।

এ রকম বিতর্কিত পুলিশ কর্মকর্তা সদস্যদের তালিকা গণমাধ্যমে আছে। এ ব্যাপারে তালিকাটি পুলিশ সদর দপ্তরে জমা দেওয়ার অনুরোধ জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।

সংশ্লিষ্ট খবর

Back to top button