ওয়াশিংটনে হেলিকপ্টার-বিমান সংঘর্ষ: ১৮ জনের মরদেহ উদ্ধার

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির রোনাল্ড রেগান ন্যাশনাল এয়ারপোর্টের (ডিসিএ) কাছে বুধবার রাতে বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনা ঘটেছে। মাঝ আকাশে সামরিক বাহিনীর হেলিকপ্টারের সঙ্গে সংঘর্ষে যাত্রীবাহী বিমান সংঘর্ষের ঘটনায় এ পর্যন্ত ১৮ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। মার্কিন সংবাদ মাধ্যম সিবিএস ও রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
রয়টার্স সিবিএসের সূত্রে উল্লেখ করেছে, এখন পর্যন্ত ১৮টি মরদেহ উদ্ধার করা হয়েছে। একাধিক সূত্রের সঙ্গে কথা বলে রয়টার্স নিশ্চিত হয়েছে, পোটোম্যাক নদী থেকে বেশ কয়েকটি মরদেহ পাওয়া গেছে।
যাত্রীবাহী বিমানটিতে চারজন ক্রুসহ ৬৪ জন যাত্রী ছিল বলে সংবাদমাধ্যমের খবরে বলা হচ্ছে। আর হেলিকপ্টারটিতে তিনজন সৈন্য ছিল। দুর্ঘটনার পর উড়োযান দুটি পোটোম্যাক নদীতে বিধ্বস্ত হয়েছে। সংঘর্ষের পর থেকেই উদ্ধার অভিযান চলছে।
ঘটনাস্থলে উপস্থিত এক পুলিশ কর্মকর্তা জানান, পানিতে তিন পৃথক অবস্থানে ধসে পড়া উড়োজাহাজ-হেলিকপ্টারের ধ্বংসাবশেষ ও অন্যান্য কাঠামো পড়ে আছে। স্থানীয় সময় রাত সাড়ে ১১টা পর্যন্ত অন্তত ১৮ জনের মরদেহ উদ্ধার হয়েছে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।
এখন পর্যন্ত জীবিত কাউকে উদ্ধার করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন পুলিশের কর্মকর্তা।
পুলিশ ডাইভার এবং নৌকাগুলো পটোম্যাক নদীতে বেশ কয়েক ঘণ্টা ধরে জীবিতদের খুঁজে বের করার চেষ্টা করেছে, তবে তীব্র ঠান্ডার কারণে তাদের কাজ বাধাগ্রস্ত হয়েছে। এ ছাড়া স্থানীয় পুলিশ এবং সেনাবাহিনীর হেলিকপ্টারসহ একাধিক হেলিকপ্টারও দুর্ঘটনাস্থলের উপর দিয়ে উড়তে দেখা গেছে।
এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক মৃতের সংখ্যা প্রকাশ করা হয়নি, তবে সিবিএস নিউজে পুলিশ কর্মকর্তাদের উদ্ধৃত করে জানানো হয়েছে, এ পর্যন্ত ১৮টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
এখনও পর্যন্ত, কর্তৃপক্ষ বিমানবন্দর থেকে একটি আনুষ্ঠানিক আপডেট দেওয়ার পরিকল্পনা করছে।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুর্ঘটনাটি ‘ভয়াবহ’ বলে অভিহিত করেছেন এবং জরুরি সেবা কর্মীদের প্রচেষ্টার জন্য তাদের ধন্যবাদ জানিয়েছেন।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট দুর্ঘটনার বিষয়ে রিপোর্ট পাওয়ার পর প্রতিক্রিয়া জানিয়েছেন।
মার্কিন গণমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়, সংঘর্ষে উড়োজাহাজটি দ্বিখণ্ডিত হয়ে গেছে। বিধ্বস্ত উড়োজাহাজটি পটোম্যাক নদীতে পড়েছে। ডুবুরিরা নদীতে অনুসন্ধান ও উদ্ধার অভিযান চালাচ্ছেন। হেলিকপ্টারটিও বিধ্বস্ত হয়েছে। উড়োজাহাজটির কাছাকাছি নদীতেই পড়েছে হেলিকপ্টারটি।
বিবিসি জানায়, মার্কিন সেনাবাহিনীর ব্ল্যাক হক হেলিকপ্টারের সঙ্গে এই সংঘর্ষ হয়েছে। ফ্লাইটটিতে ৬০ জন যাত্রী এবং চারজন কেবিন ক্রু এবং হেলিকপ্টরটিতে তিন সেনাসদস্য ছিলেন।
সিবিএসের প্রতিবেদনে জানা যায়, বম্বার্ডিয়ার সিআরজে ৭০০ সিরিজের উড়োজাহাজটি যাত্রী নিয়ে কানসাস থেকে ওয়াশিংটনে যাচ্ছিল। এফএএ ও ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (এনটিএসবি) ঘটনার তদন্ত করছে। এছাড়া ওয়াশিংটন ডিসির জরুরি সেবা দল রিগ্যান ন্যাশনাল এয়ারপোর্টে উপস্থিত হয়েছে।