fbpx
বিনোদনবাংলাদেশ

ভালোবাসা দিবসের নাটকে মাহি

ভালোবাসা দিবসের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন আলোচিত অভিনেত্রী সামিরা খান মাহি। ‘প্রশ্ন করো না’ শিরোনামের নাটক রয়েছে মুক্তির অপেক্ষায়। এতে মাহির বিপরীতে অভিনয় করেছেন আরশ খান।

মেজবাহ উদ্দিন সুমনের চিত্রনাট্যে নাটকটি পরিচালনা করেছেন সাইদুর ইমন। এতে মাহি-আরশ ছাড়াও আরো অভিনয় করেছেন পুষ্প পাপড়ী, শিল্পী সরকার অপু, শওকত শোভন প্রমুখ।

নাটকটি প্রসঙ্গে মাহি বলেন, ‌‘টিমের সবাই খুব দায়িত্বশীল হয়ে কাজ করেছেন। ভালোবাসা দিবস উপলক্ষে ভালোবাসার গল্পে চমৎকার একটি নাটক নির্মাণ হয়েছে। আশা করছি দর্শকদের ভালো লাগবে।’

কাজের ক্ষেত্রে খুব বাছবিচার করে কাজ করতে পছন্দ করেন মাহি। টিভি নাটক, ওয়েব সিরিজে অভিনয় করে দর্শকনন্দিত হয়েছেন তিনি। ‘ওভার ট্রাম্প’ ওয়েব সিরিজে অভিনয় করে প্রশংসিত হয়েছেন।

২০১৪ সালের আরটিভির ‘মডেল সার্চ’-এ নাম লিখিয়ে প্রথম রানারআপ হয়ে আলোচনায় আসেন মাহি। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের অনেকেই ঝরে পড়েন। কিন্তু মাহি এগিয়ে যাচ্ছেন আপন গতিতে।

সংশ্লিষ্ট খবর

Back to top button