
অপরদিকে, আকস্মিকভাবে ৬ ও ৭ মার্চ খুলনা ও বরিশাল বিভাগের কিছু এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা আছে। ৪ মার্চ রাজশাহী ও খুলনা বিভাগের পশ্চিম অঞ্চলে এবং ৬ ও ৭ মার্চ খুলনা বিভাগের কিছু এলাকায় বজ্রপাত হতে পারে। ৪ মার্চ রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, কুষ্টিয়া ও এর পার্শ্ববর্তী এলাকায় ঘণ্টায় ৪০ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে। এই সপ্তাহে দেশের আবহাওয়া বেশ চরমভাবাপন্ন থাকতে পারে, মানে দিনে গরম আর রাতে শীত থাকতে পারে।
১১ থেকে ২০ মার্চ যেমন থাকতে পারে : বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম জানায়, আগামী ১১ থেকে ২০ মার্চের অধিকাংশ সময়ই দেশের আকাশ প্রায় পরিষ্কার থাকতে পারে। তবে ১৫ ও ১৬ মার্চ দেশের কিছু এলাকায় আকাশ মেঘলা থাকতে পারে। এই ১০ দিনে দেশের কোথাও উল্লেখযোগ্য বৃষ্টির সম্ভাবনা নেই। তবে ১৫ ও ১৬ মার্চ দেশের উত্তরাঞ্চলের দু’এক স্থানে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সম্ভাবনা আছে। এ ছাড়া ১৮, ১৯ ও ২০ মার্চ রাজশাহী ও খুলনা বিভাগের কিছু এলাকায় মৃদু স্বল্পস্থায়ী তাপপ্রবাহ বয়ে যেতে পারে। পাশাপাশি রাতের দিকে দেশের পশ্চিম ও উত্তর অঞ্চলে বেশ ঠান্ডা অনুভূত হতে পারে। অনেকটা দিনে গরম ও রাতে ঠান্ডা পড়তে পারে।
২১ থেকে ৩১ মার্চ পর্যন্ত যেমন থাকতে পারে : সংস্থাটি আরও জানায়, আগামী ২১ থেকে ৩১ মার্চ এই ১০ দিন দেশের আকাশ অনেক এলাকায় আংশিক মেঘলা থাকতে পারে এবং শেষ দিকে অনেক এলাকা মেঘাচ্ছন্ন থাকতে পারে। মার্চের ২৫ তারিখের পর দেশের অনেক এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে এবং রাজশাহী, খুলনা, রংপুর, ঢাকা ও সিলেট বিভাগের অনেক এলাকায় মাঝারি থেকে তীব্র বজ্রপাতের আশঙ্কা আছে। এ ছাড়া দেশের বিভিন্ন এলাকায় মাঝারি থেকে প্রায় তীব্র কালবৈশাখি ঝড়ের (৬০ থেকে ৯০ কিলোমিটার বেগে) আশঙ্কা রয়েছে। এ ছাড়া ২১ থেকে ২৫ মার্চের মধ্যে রাজশাহী, খুলনা ও রংপুর বিভাগের কিছু এলাকায় মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যেতে পারে।