খেলাধুলাঅন্যান্য

কাবাডি সিরিজ জয় বাংলাদেশের

বিগত কয়েক বছর ধরে চমক দিয়ে যাচ্ছে কাবাডি ফেডারেশন। আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজনে সাজসজ্জায় চমক, চ্যাম্পিয়ন হয়েও চমক দিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। এবার টেস্ট কাবাডি আয়োজন করে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ।

প্রতিপক্ষ নেপালের বিপক্ষে ৫ ম্যাচের সিরিজে ৪-১ ব্যবধানে জিতেছে বাংলাদেশ। সিরিজ জয় আগেই নিশ্চিত হয়ে গিয়েছিলো। পঞ্চম ম্যাচটি ছিলো গতকাল।

গতকাল পল্টন ময়দানে অনুষ্ঠিত শেষ ম্যাচে বাংলাদেশ ৪৫-২৭ পয়েন্টে নেপালকে হারিয়েছে। ম্যাচ ও সিরিজসেরা খেলোয়াড় হয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক মিজানুর রহমান। সেরা রেইডার নেপাল দলের অধিনায়ক রোকা মাগার। যৌথভাবে সেরা ক্যাচার হয়েছেন বাংলাদেশ দলের রোমান ও নাসির।

আগামীতেও নেপাল যাওয়ার ইচ্ছা পোষণ করেছে বাংলাদেশ। নেপাল কাবাডির কর্মকর্তারা জানিয়ে গেলেন তারাও বাংলাদেশকে আমন্ত্রণ জানাবেন। একটা ম্যাচ নিয়ে আপত্তি থাকলেও এখন আর মনে সেটা মনে রাখেনি নেপালিরা।

বাংলাদেশ অধিনায়ক মিজানুর রহমান এবং নেপালের অধিনায়ক রোকা মাগার দুজনেই একমত এ ধরনের দ্বিপক্ষীয় খেলায় দুই দেশের খেলোয়াড়দের মান উন্নয়ন হয়।

এসএ গেমস রয়েছে আগামীতে। সেখানে যাওয়ার আগে যদি আরও আন্তর্জাতিক ম্যাচ খেলা যায় তাহলে এসএ গেমসই শুধু নয়, এশিয়ান গেমসেও বাংলাদেশের জন্য পদক জয় করা সম্ভব বলে তারা মনে করছে।

ক্রীড়া সচিব রেজাউল মাকছুদ জাহেদী খেলা শেষে পুরস্কার বিতরণ করেন। এদিকে কাবাডি ফেডারেশন জানায়, ৫১ বছর পর টেস্ট কাবাডি সিরিজ খেলেছে বাংলাদেশ। নেপাল দল সাগর পথে বাংলাদেশে এসেছিলো, একই ভাবে নেপালে ফিরে যাবেন তারা।

সংশ্লিষ্ট খবর

Back to top button