fbpx
অন্তর্বর্তী সরকারঅর্থনীতিবাংলাদেশ

উন্নয়ন ব্যয় কমেছে ৪৯ হাজার কোটি টাকা

চলতি অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) জন্য সরকার প্রথমে ২ লাখ ৬৫ হাজার কোটি টাকা বরাদ্দ করেছিল। তবে সংশোধিত এডিপিতে বরাদ্দ কমিয়ে ২ লাখ ১৬ হাজার কোটি টাকা করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আজ সোমবার জাতীয় অর্থনৈতিক পরিষদ (এনইসি) সভায় এই সংশোধনীর অনুমোদন দেওয়া হয়।

সভা শেষে পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ জানান, সংশোধিত বাজেটে সরকারি অর্থায়ন হিসেবে ১ লাখ ৩৫ হাজার কোটি টাকা এবং ঋণ ও অনুদান হিসেবে ৮১ হাজার কোটি টাকা ব্যয় রাখা হয়েছে।

এছাড়া, ২০২৪-২৫ অর্থবছরের বাজেটের এডিপির বরাদ্দে ৪৯ হাজার কোটি টাকা কমানো হয়েছে, যা মূল বাজেটের ১৮ শতাংশের সমান।

সংশ্লিষ্ট খবর

Back to top button