বাংলাদেশবিনোদন

মাসব্যাপী ইফতার বিতরণ করবেন ডিপজল

পবিত্র মাহে রমজান উপলক্ষে মাসব্যাপী ইফতার বিতরণ করবেন মনোয়ার হোসেন ডিপজল। গত সোমবার ফেসবুকে এক পোস্টে বিষয়টি তিনি জানিয়েছেন।

রাজধানী ঢাকার গাবতলী, আগারগাঁও এবং মহাখালীর আশপাশের এলাকায় প্রতিদিন জনসাধারণের মাঝে ইফতার বিতরণ করছে এ অভিনেতার প্রতিনিধিরা।

প্রিজন ভ্যান করে এই ইফতার বিতরণ কার্যক্রম চলছে বলে জানা গেছে।

ফেসবুকে ইফতার বিতরণের কয়েকটি ছবি পোস্ট করে তিনি লেখেন, ‘আলহামদুলিল্লাহ। দ্বিতীয় দিনের মতো ইফতার বিতরণ কার্যক্রম চলছে, ইনশাআল্লাহ পুরো রমজানজুড়ে অব্যাহত থাকবে। দোয়া ও সহযোগিতা কাম্য।’

সংশ্লিষ্ট খবর

Back to top button