fbpx
আইন - শৃঙ্খলাবাংলাদেশরাজধানী

অক্সিলিয়ারি পুলিশ ফোর্স নিয়োগ দিয়েছে ডিএমপি

থাকবে গ্রেপ্তারের ক্ষমতা

রমজান ও ঈদ উপলক্ষ্যে ঢাকা মহানগরীর মার্কেট ও শপিংমলগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে অক্সিলিয়ারি পুলিশ ফোর্স নিয়োগ দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

শনিবার (৮ মার্চ) ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেন, আবাসিক এলাকা, মার্কেট ও শপিংমলে বেসরকারি নিরাপত্তা কর্মীরা অক্সিলিয়ারি পুলিশ ফোর্স হিসেবে কাজ করবেন এবং তাদের গ্রেপ্তারের ক্ষমতা থাকবে। পুলিশের ক্ষমতা অনুসারে তারা ক্ষমতা প্রয়োগ করবেন। অপরাধী ধরতে গিয়ে এই পুলিশ সহায়কদের কেউ হামলার শিকার হলে ‘পুলিশ অ্যাসল্ট’ হিসেবে বিবেচনা করে মামলা দায়ের করা হবে।

ডিএমপি কমিশনার আরও জানান, শপিং সেন্টারগুলো রাত পর্যন্ত খোলা থাকবে এবং নিরাপত্তা সুরক্ষা নিশ্চিত করার জন্য এসব কর্মীদের নির্দিষ্ট ব্যান্ড পরানো হবে।

সংশ্লিষ্ট খবর

Back to top button