বাংলাদেশ

বিয়ে প্রসঙ্গে যা বললেন অহনা

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী অহনা রহমান সম্প্রতি ওমরাহ্‌ পালন করে এসে বোরকা এবং হিজাব পরা শুরু করেছেন। বোরকা পরেই রাজধানীর একটি শপিং কমপ্লেক্সে একটি শোরুম উদ্বোধন করতে যান অহনা। সেখানে বিভিন্ন কথার মাঝে উঠে আসে বিয়ের প্রসঙ্গ।

অভিনেত্রী জানান, বিয়ে না করেই সুখে আছেন তিনি। বিয়ের প্রশ্ন উঠতেই জবাবে অহনা বলেন, ‘আপনারা বিয়ের বাইরে বের হতে পারছেন না তাই না? আচ্ছা বুঝেছি আমি বুড়া হয়ে যাচ্ছি, তো আপনাদের কি? যারা বিয়ে করেছেন তারা সুখে থাকেন, যারা করেন নাই তারা করে সুখে থাকেন। আর যারা করতে চান না তাদেরকে সুখে থাকতে দেন।’

বোরকা পরে তার নিজেরও খুব ভালো লাগছে বলে এসময় জানান অভিনেত্রী।

সংশ্লিষ্ট খবর

Back to top button