fbpx
অন্যান্যদেশবাংলা

আবুল হোসেন কলেজ অ্যালামনাই’র সভাপতি পলাশ, সম্পাদক পারভেজ

আংশিক কমিটি গঠনের মধ্য দিয়ে আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে, মাদারিপুরের কালকিনি উপজেলার সৈয়দ আবুল হোসেন কলেজ (সাকো) অ্যালামনাই এসোসিয়েশন। এতে প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে প্রফেসর ডক্টর আশরাফ সাদেক পলাশ ও অ্যাডভোকেট মাসুদ পারভেজ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা গবেষনা ইন্সটিটিউট মিলনায়তনে ইফতার পূর্ব আলোচনায় মৌখিক গণ ভোটের মাধ্যমে এ সিদ্ধান্ত চুড়ান্ত করেন, সৈয়দ আবুল হোসেন কলেজ সাকো’র প্রাক্তন শিক্ষার্থীরা। এসময় বিভিন্ন ব্যাচের শিক্ষার্থী প্রতিনিধিরা অংশ নেন গণভোটে।

সভাপতি নির্বাচিত হওয়ার পর প্রফেসর ডক্টর আশরাফ সাদেক পলাশ বলেন, সমাজ ও জনকল্যাণমূলক কার্যক্রম শুরু করা হবে। পাশাপশি শিক্ষা উন্নয়নেও আধুনিক প্রযুক্তিগত পরিকল্পনা নেয়া হবে। এছাড়াও খুব শিগগিরই পুর্নাঙ্গ কমিটি গঠন করে সংগঠনের কার্যক্রমকে আরো গতিশীল করার ঘোষনা দেন এই শিক্ষাবিদ ও সংগঠক।

এসময় নবনির্বাচিত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাসুদ পারভেজ বলেন, নাগরিক ব্যস্ততায় থাকা পুরনো বন্ধু, সিনিয়র-জুনিয়রদের এক প্লাটফর্মে আনার জন্যই মূলত এই অ্যালমনাই এর যাত্রা শুরু হয়েছে। যেখান থেকে শুধু সংগঠনটির সদস্যদের জন্যই না, দেশের সার্বিক প্রয়োজনেও কল্যাণমূলক কাজ করা হবে।

শেষে মিলাদ মাহফিলে কলেজের প্রতিষ্ঠাতা প্রয়াত সৈয়দ আবুল হোসেনসহ প্রয়াত শিক্ষক ও শিক্ষার্থীদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া মোনাজাত করা হয়।

এসআর

সংশ্লিষ্ট খবর

Back to top button