fbpx
অন্যান্যদেশবাংলা

ঢাকাস্থ মাদারীপুর জেলা সাংবাদিক সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত

ঢাকাস্থ মাদারীপুর জেলা সাংবাদিক সমিতির ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৮ মার্চ) রাজধানীর পল্টন মোড় এলাকার একটি অভিজাত চাইনিজ রেস্টুরেন্টে এ আয়োজন করা হয়। সংগঠনের সভাপতি আশুতোষ সরকারের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন, সাধারণ সম্পাদক এম এ মান্নান মিয়া।

এতে বক্তব্য রাখেন, সংগঠনটির সাবেক সভাপতি কামরুজ্জামান জিয়া, সাবেক সভাপতি সৈয়দ আফজাল হোসেন, সংগঠনের সাবেক সভাপতি ও ঢাকা সাব এডিটরস কাউন্সিলের সাবেক সভাপতি মামুন ফরাজী, সাবেক সাধারণ সম্পাদক এবিএম সেলিম আহমেদ, ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের সাবেক সাধারণ সম্পাদক আবুল হাসান হৃদয়, সংগঠনের সিনিয়র সহ-সভাপতি সিকদার আবদুস সালাম, দফতর সম্পাদক আবুল খায়ের খান, সিনিয়র সদস্য মতিউর রহমান ও হুমায়ুন কবির।

এসময় বক্তারা, দেশ ও জাতির স্বার্থে নিরপেক্ষ ও বস্তুনিষ্ট সংবাদ পরিবেশনের আহ্বান জানান। পাশাপাশি সাংবাদিক সমাজের অধিকার আদায়ে ঐক্যবদ্ধ হয়ে কাজ করারও আহ্বান জানানো হয়।

মাহফিলে সার্বিক সহযোগিতা করেন, ক্যাবল টিভি দর্শক ফোরামের কেন্দ্রীয় মহাসচিব শাহাদাৎ হোসেন মুন্না, সময় টিভির নিউজ পেজেন্টার গোলাম রাব্বী, ডেইলি স্টারের সিনিয়র রিপোর্টার চৈতন্য, বাসসের রুমানা জামান ও কোষাধ্যক্ষ মোহাম্মদ জিহাদুল ইসলাম।

এসআর

সংশ্লিষ্ট খবর

Back to top button