বাংলাদেশ
নারী-শিশুর জন্য আইন ও স্বাস্থ্য সহায়তায় সেল গঠন বিএনপির

দেশব্যাপী নারী ও শিশু নির্যাতন, ধর্ষণ ও হত্যার ঘটনাগুলোর তথ্য সংগ্রহ, নিপীড়িত নারী ও শিশুর আইনি ও স্বাস্থ্য সহায়তা দেয়ার জন্য সেল গঠন করেছে বিএনপি।
শুক্রবার (১৪ মার্চ) সকালে রাজধানীর নয়াপল্টনে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
অবিলম্বে মাগুরার শিশু মৃত্যুর ঘটনায় সুষ্ঠু বিচার নিশ্চিত করার দাবি জানিয়ে তিনি অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকারের প্রশাসনের ঢিলেঢালা ব্যবস্থায় অপরাধীরা আস্কারা পাচ্ছে, যার কারণে দিন দিন সমাজে নানান অপরাধের মাত্রা বাড়ছে।
রিজভীর দাবি, গত ১৫ বছরের বিচারহীনতার রেশ এখনো কাটেনি, তাই যত দ্রুত সম্ভব দেশে শান্তিশৃঙ্খলা ফেরানোর জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করেন তিনি।