fbpx
বাংলাদেশবিএনপিরাজনীতি

নির্বাচিত সরকারের হাতে দায়িত্ব দিয়ে দেশে স্থিতিশীলতা আনতে হবে: মির্জা ফখরুল

বিএনপি সংস্কারের ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ। যত দ্রুত সম্ভব নির্বাচনের ব্যবস্থা করা উচিত বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, নির্বাচিত সরকারের হাতে দায়িত্ব দিয়ে দেশে স্থিতিশীলতা আনতে হবে।

রোববার (১৬ মার্চ) প্রেসক্লাবে ঢাকা সাংবাদিক ইউনিয়ন ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন এর ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম সম্পন্ন করে অবিলম্বে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা উচিত। ফ্যাসিস্টদের সঙ্গে জঙ্গি উগ্র মনোভাবীরা সুযোগ নেয়ার চেষ্টা করছে।

তিনি আরও বলেন, এই মুহূর্তে ফ্যাসিস্টদের বিরুদ্ধে অর্জিত জয় সুসংহত করা সবচেয়ে জরুরি। ধ্বংস স্তূপ থেকে দেশকে গড়ে তোলা সচেতন রাজনৈতিক দল থেকে শুরু করে সকলের দায়িত্ব।

সংশ্লিষ্ট খবর

Back to top button